news Photo

বিডি নীয়ালা নিউজ(২১ই মার্চ১৬)- কাওছার হামিদ(কিশোরগঞ্জ,নীলফামারী  প্রতিনিধি):
সারা দেশের নেয় দ্বিতীয় ধাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাগুড়া উচ্চ বিদ্যালয়ে গতকাল ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন২০১৬ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ৮টি পদের জন্য মোট ১৪জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এদের মধ্যে ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৮জন নির্বাচিত হয়। বিজয়ী প্রার্থীরা হলেন ৬ষষ্ট শ্রেনির ছাত্রী মোছাঃ স্মৃতি আক্তার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন, ৭ম শ্রেণি থেকে মোঃ সজিব মিয়া ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়, ৮ম শ্রেণি থেকে মোঃ লাবিন মিয়া ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়, ৯ম শ্রেণি থেকে মোহাম্মাদ আলী জিন্নাহ ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়, ১০ম শ্রেণি থেকে মোঃ সোহানুর রহমান সোহান সর্বোচ্চ ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। ষষ্ট স্থান পেয়ে ৯ম শ্রেণির ছাত্র মোঃ মাসুদ রানা ৪৬৫ভোট পেয়ে নির্বাচিত হয়, ৭ম স্থান পেয়ে ৭ম শ্রেণির ছাত্রী মোছাঃ সাগরীকা আক্তার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়, ৮ম স্থান পেয়ে ষষ্ট শ্রেণির ছাত্র মোঃ স্বাধীন ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসার জানান সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। প্রিজাইডিং অফিসার মোছাঃ লাভলী আক্তার জানান সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে ভোট চলাকালিন সময় কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। উক্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পর্যাবেক্ষন করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী শাহ সহ সকল সহকারি শিক্ষক বৃন্দ। উল্লেখ্য যে উক্ত নির্বাচিত ছাত্র সংসদের মেয়াদ কাল এক বছর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে