ডেস্ক রিপোর্টঃ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ৬ ঘণ্টা ধরে চলবে এ ভোটগ্রহণ।

কেন্দ্রগুলোতে আজ রবিবার (১০মার্চ) বিকালের মধ্যে ব্যালট পেপার পৌঁছে যাবে। ভোটগ্রহণ শেষে ডাকসুর সভাপতি ভিসি কেন্দ্রীয় প্যানেল এবং হলের ক্ষেত্রে সংসদগুলোর সভাপতি প্রাধ্যক্ষ ফলাফল ঘোষণা করবেন।

বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ২টা পর্যন্ত ভোটগ্রহণের সময় দেয়া হয়েছে। তবে যতক্ষণ কেন্দ্রে ভোটার থাকবে ভোট নেয়া হবে।

আমাদের হিসাব অনুযায়ী সেভাবে হয়তো সাড়ে ৩টার মধ্যে ভোটগ্রহণ শেষ হবে। সাড়ে চারটার দিকে আমরা হল সংসদের ফলাফল পেয়ে যাব।

এরপর কেন্দ্রীয় সংসদের কাছে ফলাফল পাঠানো হবে। সেখানে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল ঘোষণা করবেন।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে