7

বিডি নীয়ালা নিউজ(১২ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ইউনিয়নের চরঝাঐলে বাল্যবিবাহ বন্ধ করে বর ও মাওলানার  জরিমানা করা হয়েছে। ইউনিয়নের চরঝাঐল গ্রামের মৃত আবু বকরের ছেলে মোঃ আলী আকবরের (২৬) সাথে জামতৈল ইউনিয়নের ছোটপাকুরিয়া গ্রামের মোঃ শুকুর আলীর মেয়ে কিশোরী মোছাঃ খাদিজা খাতুনের (১৪) বিয়ের আয়োজন চলছিল। বুধবার রাত ৯টা দিকে গোপন তথ্যের ভিত্তিতে কামারখন্দ উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ইশরাত ফারজানা ঘটনা স্থলে পৌঁছে এ বাল্যবিবাহ বন্ধ করেন এবং কামারখন্দ থানা পুলিশকে বরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরের দিন গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত ফারজানা মোবাইল কোর্ট বসিয়ে বরকে ১হাজার টাকা এবং ভারাঙ্গা গ্রামের  মাওলানা মোঃ আব্দুস ছাত্তারকে ১হাজার টাকা জরিমানা করেন। এই ঘটনায় ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ঝাঐল ইউনিয়নে ভবিষ্যতে এমন কোন ঘটনা হতে দেয়া হবেনা  মর্মে অঙ্গীকার প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে