dakati-2

বিডি নীয়ালা নিউজ(১৪ই ফেব্রুয়ারী ১৬)-গাজীপুর প্রতিনিধি:  আসাদুল্লাহ মাসুম/ স্টাফ রিপোর্টার : বর্তমান সময়ে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার বারিষাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ডাকাত আতংক। অন্ততঃ ২৫ গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকার মানুষ। গত কয়েক দিন ধরে কাপাসিয়ায় উপজেলার বারিষাব ইউনিয়নের ১বারিষাব পশ্চিম পাড়া ২ চৌকার চালা ৩পিংগুলি ৪লোহাদী ৫. নরসিংপুর ৬.দুর্লভপুর ৭, বারাব
৮,কিত্তোনিয়া ৯ পরিয়াব ১০ নয়ানগর ১১ দামুয়ার চালা ১২ ডাওরা ১৩ বানার হাওলা ১৪ গাঁওরার ১৫ভেরার চালা ১৬ বরির চালা১৭ নরোওম পুর ১৮ চেংনা ১৯ শ্যামপুর ২১ চরদুর্লভ খাঁ ২৪.বর্জাপুর ২৫ ভিকারটেক২৬ছেলদিয়া আড়াবাড়ী সহ কমপক্ষে ২৫ গ্রামের মানুষের মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। এসব গ্রামের লোকজন ঢাল,
সড়কি, রামদা, লাঠিসোডা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। উপজেলার সর্বত্র ডাকাত আতংকের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবমানুষের মধ্যেই কৌতুহল, উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম
দিয়েছে। বিশেষ করে রাত ১১ টায় পর সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে উঠে ডাকাত দল তাদের সবার হাতে অস্ত্র ও ধারালো ছুরি থাকে রাত ১১ টায় পর
মানুষের মাজে আতংকটা বেশি থাকে। ১১টার পর ডাকাত দল সুযোগ বুঝে হানা দিতে পারে বলে ডাকাত তালাশের জন্য রাত বর জেগে পাহারা
চলছে পুরা বারিষাব ইউনিয়ন লোকজন আতংকে রাতের ঘুম হারাম এমন আশঙ্কা মানুষের মনে শক্তভাবে জায়গা করে নিয়েছে। নারী ও শিশুদের
মধ্যে এ আতংক বেশি ভর করেছে পুলিশের আর জনগনের পাহারায় চলছে বারিষাব ইউনিয়নে রাত বড় পাহারা ডাকাতের বয়ে পুরা বারিষাব ইউনিয়ন
বাসি কমপক্ষে ২৫ গ্রামের মানুষের মধ্যে ডাকাতের আতংক বিরাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে