মোঃ গোলাম মাওলা, কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার পূর্ব পাশে ভারানি ও সন্ধ্যা নদী) ডিসিয়ার এর নামে প্রভাবশালীদের দখলে নেয়ার অভিযোগ উঠেছেন। এলাকাবাসীর পক্ষে উপেজালা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অবিযোগ করেছেন খোকন বেপারি।

সরেজমিনে গিয়ে দেখা যায় কাঠালিয়া উপজেলার কৈখালী বাজরের সাথে কাঠালিয়া – ভান্ডারিয়া – আমুয়া নদী পথের যোগাযোগের একমাত্র (সন্ধ্যা) নদী ভারাট করে ঘরবাড়ী ও দোকান নির্মান করেছেন এলাকার কিছু প্রভাবশালী চক্র।

ওই গ্রামের বাসিন্দা মোঃনাসির উদ্দিন তালুকদার, সাংবাদিকদের জানিয়েছেন কাঠালিয়া কৈখালী বারানি খাল,নামে মাত্র ডিসিয়ার থাকায়।

স্থানীয় প্রভাবশালী ওয়াট মেম্বারের সহযোগিতায়, মোঃহারুন খান, মোঃবারেক হাওলাদার, মোঃ সেলিম, মোঃআইয়ুব আলী, মোঃআব্দুর রশিদ তালুকদার, মোঃরাহুল আমিন সরদার, মোঃজাহাঙ্গীর মোল্লা, প্রবাসী মোঃকবির, আব্দুল রহমান গাজী, সহ খাল বড়দের মহা উৎসবে মেতে উঠেছেন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও খাল দখল মুক্ত করতে পারেনি।

স্থানীয়দের দাবি প্রভাবশালী দখলদারদের হাত থেকে অতি দ্রুত উপজেলা প্রশাসনের সহযোগিতায় খালটিকে উদ্ধার করে দখল মুক্ত করা হোক।

এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর মোল্লা,ওয়ার্ড মেম্বার সহ কাউকে পাওয়া যায়নি দখল দার কবিরের স্ত্রী জানিয়েছেন আমাদের ঘরে কিছু অংশ খালে আছে। সরকারের প্রয়জনে আমরা সম্পত্তি ছেরে দিবো।

ভুক্তভোগী খোকন বেপারী বলেন, আমি এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। আশাকরি দ্রূত সমাধান পাবো।

১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন আর রশিদ জানান, আমি নিজে ব্যাক্তিগত ভাবে চৌকিদার দিয়ে সকলের কাছে জানিয়েছি জাহাতে খালে কেও ময়লা না ফেলে এবংঅবৈধ ভাবে খাল দখল না করে, মানুষ যেন সহজেই মালামাল নিয়ে খাল দিয়ে চলাচল করতে পারে।

উল্লেখিত বিষয় কাঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,জানিয়েছেন এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অতি দ্রুত ব্যবস্থা নেব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে