সোনালি বিকেল

………………রোজী খান

কোনো এক বিষণ্ণ দুপুরে ভীতু স্বপ্ন
এসেছিল আলোর খেয়ায়,
ধরণীর ঘুমন্ত মুখটা দেখার
ইচ্ছে হলো খুব ,
মগ্নতায় ডুবে থাকা গহীনে
এই আমি কতকাল পাখির
কলকাকলিতে
পৃথিবীকে ছুঁয়ে দেখি নি।
সমস্ত অনুভবে জড়িয়ে নিয়েছিলাম,
কেউ ডাকেনি;
কথা দিয়েছিল একাকী শালিক
জনসমুদ্র মাড়িয়ে ধুলো মাখা
নির্জন পথে পথিক হতে ছুটে গিয়েছি,
নিজেকে হারিয়ে ফেলেছি বিপুল
জনতার ভিড়ে বিষাক্ত ঘ্রাণে,
মানুষের মাঝে আমি মানুষ খুঁজেছি;
না, খুঁজে পাইনি,
রঙ মাখা পৃথিবীতে স্বার্থ
জালে বন্দি মানব।
ফাগুন বসন্তের কোকিলের ডাকে
চোখ রেখেছিলাম চোখের শহরে;
শত সহস্র চোখের মেলায় খুঁজে
পাইনি কোথাও আমাকে,
আমার বিশ্বাস আমার অপেক্ষারা
একত্রিত হয়ে ছুটে গিয়েছে
অনুরাগে ঝুলন্ত নীলিমায় ,
মেঘ ভাঙ্গা আকাশ রঙের
খেলায় মেতে ছিল,
ফিরেও তাকায় নি আমার দিকে।
অতঃপর একদিন তোমার শহরে
ভালোবাসা কুড়োতে এসেছিলাম;
শহরেও ভালোবাসা নেই ,
ঘামের গন্ধে মাতাল হওয়া
বিকিকিনি হয় কিছু সস্তা প্রেম।
আলো-ছায়া মাখা আমার ভেতরের
দেয়ালে তোমার অস্পষ্ট
অবয়ব এঁকে রেখেছি,
বিকিকিনির এই শহরেও
রেখে গেলাম কিছু ভালোবাসা।
শহর জুড়ে বিকিয়ে দিও
স্বর্গীয় পারিজাত,
দেখে নিও সেদিন
আবার ফিরে আসবো।
বিষণ্ণ দুপুর আমাকে পোড়ায়;
খুব পোড়ায়,
আবেগি মন আমার
বড্ড বেশি দুঃখ বিলাসী,
তাই আজও আমি অপেক্ষায়
থাকি সোনালি বিকেলের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে