বৃষ্টি ভেজা মেঘ

………………..মাসুদুর রহমান মাসুদ

তুমি বৃষ্টি হতে চেয়েছিলে
আমি হতে চেয়েছিলাম আকাশ
তৃষ্ণার মোহিনী জল হয়ে
আকাশের বুকে ফোঁটাবে অসংখ্য
নক্ষত্র গোলাপ!
অসীম সীমানা ঘুরে
আমাদের উষ্ণ শ্বাস।

তোমার মেঘের দ্রাঘিমায়
অবগাহনের সুর-
লজ্জাবতী ঠোঁটের অতল স্পর্শে
মাত্রা ভুলে তোমার গ্রীবার ডালে
বসে থাকি এক চঞ্চল চড়ুঁই।
সন্ধে বেলা সকাল দুপুর।

বৃষ্টির খিলান জুড়ে
মাতাল বাতাস।
আদিগন্ত সমুদ্র রেখায়
আমাদের বিশ্বাসের হাত
তুমুল ঝড়ের মুখোমুখি
নেমে আসে অনিচ্ছায়
ভালোবাসার পারদ।

কালবৈশাখীর থাবায়
ঝড় হয়ে ভেঙ্গে গেলে
ও আমার বৃষ্টি ভেজা মেঘ।
শুষে নিলো তপ্ত বালু
সবটুকু আবেগ!!!

তুমি বৃষ্টি হতে চেয়েছিলে
আমি হতে চেয়েছিলাম আকাশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে