534285_10151195956142506_149738703_n

বিডি নীয়ালা নিউজ(৩০জানুয়ারি১৬)- সাহিত্য ও সংস্কৃতি প্রতিবেদনঃ “ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫”  পেলেন কবি আলতাফ হোসেনসহ ১১জন গুণী লেখক ।

আজ সকালে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সাহিত্য পুরস্কার ঘোষণা করেন। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য ১০টি ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন মোট ১১ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলা একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান উপস্থিত ছিলেন। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় আলতাফ হোসেন, কথাসাহিত্যে শাহীন আখতার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন ও ড. আতিউর রহমান, গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তাজুল মোহম্মদ, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনি ক্যাটাগরিতে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশে শরীফ খান ও শিশুসাহিত্যে সুজন বড়ুয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে