saeid_khokon

বিডি নীয়ালা নিউজ(১০ই মার্চ১৬)ঢাকা প্রতিনিধিঃ মশা নিধনের ওষুধ ছিটানোর পরপরই মশা মাটিতে পড়ে গেলেও কিছুক্ষণ পর ঠিকই আবার উড়ে যায় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তাই রাজধানী থেকে মশা একেবারে নির্মূল করা সম্ভব নয় বলেও তার মত কারণ আশপাশের এলাকা থেকে মশা রাজধানীতে প্রবেশ করবেই। তবে এদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মত দেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘স্প্রেম্যানরা ওষুধ ছিটানোর পরে মশারা পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আবার উড়ে যাচ্ছে। বুঝতে পারি না। আমি বলেছি, ওষুধ বাড়িয়ে দিতে। কিন্তু বেশি ওষুধ দিলেও আবার জনস্বাস্থ্যের জন্যে ঝুঁকি হয়ে যায়।

তিনি আরো বলেন, প্রতিটি বাসার সামনে মশার স্প্রেম্যান যাবেন। না গেলে আমাকে সরাসরি জানাবেন।’

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশ্ব কিডনি দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র খোকন বলেন, ‘এই শহরে সবাইকেই মেয়র হতে হবে। আমরা যেন কলা খেয়ে খোসাটা রাস্তায় না ফেলি। চিপসের প্যাকেট ছুড়ে না ফেলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মার্চ ও এপ্রিল মাসেই ময়লা ফেলার জন্যে ৫ থেকে ৭ হাজার ডাস্টবিন দেওয়া হবে বলেও জানান মেয়র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে