গত ২ জুলাই শনিবার ন্যাশনাল পিপলস পার্টি ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে প্রতিনিধি সভা ঢাকা মহানগর উত্তর এর অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এনপিপির ঢাকা মহানগর উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি ও এনডিএফ এর চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে – এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান দুদু, প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, প্রেসিডিয়াম সদস্য মো. আনিসুর রহমান দেওয়ান, প্রেসিডিয়াম সদস্য মিসেস আশা সিদ্দিকা, চেয়ারম্যান সাহেবের উপদেষ্টা শেখ জামাল উদ্দিন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিম মাহমুদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা সভাপতি মির্জা হামিদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর উত্তর এর সহ সভাপতি মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এনপিপি ঢাকা মহানগর উত্তরা পূর্ব এর আহবায়ক মুহাম্মদ লোকমান হোসেন সাইফি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা মহানগর উত্তর এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন – এনপিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল।

এতে ঢাকা মহানগর উত্তর এর সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমেদ ও সেক্রেটারি হিসেবে মোফাজ্জল হোসেন সাগর এর নাম ঘোষণা দেন।

উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল বলেন, এনপিপির প্রতিটি নেতা ও কর্মীকে সৎ ও সাহসী ভূমিকায় থাকতে হবে। বিশেষ অতিথি শেখ আবুল কালাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সরকারকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে এনপিপি ৩০০ আসনে নির্বাচন করবে। অতএব এখন থেকে সৎ, যোগ্য ৩০০ জন প্রার্থী বাছাইয়ে কোন আপস হবে না। তিনি আরও বলেন, ৩০০ জন সংসদ সদস্যই গোটা দেশের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে