bangladesh_cricket

বিডি নীয়ালা নিউজ(২৭ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন সুপার টেনেই শেষ।

এরপর অপেক্ষা আগস্ট মাস পর্যন্ত। কারণ নতুন কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টের আয়োজন না হলে এই সময়ের আগে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে টাইগারদের সামনে এখন ঝুলছে দীর্ঘ ছুটির ক্যালেন্ডার।

আগস্টের শেষ সপ্তাহে মাত্র একটি টেস্ট খেলার জন্য ভারত সফরে যাওয়ার কথা জাতীয় দলের। এছাড়া আইসিসির এফটিপি (ফিউচার ট্যু পোগ্রাম) অনুসারে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। এরপর ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে সফরে যাবে বাংলাদেশ। চলতি বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ব্যস্ততার রূপরেখাটা এমনই। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়ায় আগামী মাস থেকেই ব্যস্ত সময় কাটবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবকে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে মুস্তাফিজকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে