ATM-Details

বিডি নীয়ালা নিউজ(২৬ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের একক লেনদেনে সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে একবারে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত লেনদেন করা যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে একক লেনদেনে সর্বোচ্চ ১০০ ডলার খরচ করা যেত। কেন্দ্রীয় ব্যাংক এ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, এখন থেকে একক লেনদেনে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করা যাবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি দেয়া হয়। বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যয় নির্বাহ, অনলাইনে ফি পরিশোধ ও হোটেল বুকিং ইত্যাদির জন্য এ কার্ড ব্যবহার করা যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে