গোলাপগঞ্জ(সিলেট) থেকে:আজিজ খান:গোলাপগঞ্জ উপজেলার আল এমদাদ ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়নে প্রবাসীদের ভুমিকা নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেছেন শিক্ষাছাড়া একটি জাতি কখনও উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না। গোলাপগঞ্জ উপজেলার শিক্ষাক্ষেত্রে আলএমদাদ ডিগ্রী কলেজ বিশেষ অবদান রেখে চলেছে।

বিশেষ করে কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের উচ্চ শিক্ষার অগ্রগতিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় আল এমদাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে পরিচালনা পরিষদের সভাপতি রোটারিয়ান মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের পরিচালনায় মতবিনিময় সভার প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, মাহবুবুল হক, আব্দুল কাদির হাছনাত, আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল গণি, নুরুল ইসলাম, ইমাম উদ্দিন, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, দেলওয়ার হোসেন, সফিকুল ইসলাম, মানিক মিয়া চৌধুরী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে