ডেস্ক রিপোর্ট : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদানের জমকালো আসর বসছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  বিকাল সাড়ে ৪টায় পুরস্কার প্রদান শুরু হবে। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন দুই গুণীজন। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিউটিকুইন শাবানা ও সংগীতে অনন্য ভূমিকা রাখায় ফেরদৌসী রহমানকে দেওয়া হচ্ছে এ সম্মাননা। সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘বাপজানের বায়স্কোপ’ ও ‘অনীল বাগচীর একদিন’। সেরা নির্মাতা রিয়াজুল মাওলা [বাপজানের বায়স্কোপ] ও মোরশেদুল ইসলাম [অনীল বাগচীর একদিন]। সেরা নায়ক শাকিব খান [আরো ভালোবাসবো তোমায়] ও মাহফুজ আহমেদ [জিরো ডিগ্রী]। সেরা নায়িকা জয়া আহসান [জিরো ডিগ্রী]।

একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫

আজীবন সম্মাননা : যুগ্মভাবে-অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে ‘বাপজানের বায়স্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : যুগ্মভাবে ‘একাত্তরের গণহত্যা’ ও ‘বধ্যভূমি’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়স্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)। শ্রেষ্ঠ অভিনেতা : যুগ্মভাবে শাকিব খান (আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী)। শ্রেষ্ঠ অভিনেত্রী : জয়া আহসান (জিরো ডিগ্রী)। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্র : গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন)। শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্র : তমা মির্জা (নদীজন) শ্রেষ্ঠ অভিনেতা খলচরিত্র : ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন)। শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (প্রার্থনা)। একই শাখায় একই ছবির জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন প্রমিয়া রহমান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন)। শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র-মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র-

বাপজানের বায়স্কোপ)। শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াঙ্কা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন)। শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়স্কোপ)। শ্রেষ্ঠ সুরকার : এসআই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়স্কোপ)। শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুম রেজা (বাপজানের বায়স্কোপ)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়স্কোপ) মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়স্কোপ)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন)। শ্রেষ্ঠ সম্পাদক : মেহেদী রনি (বাপজানের বায়স্কোপ)। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক সামুরাই মারুফ (জিরো ডিগ্রী)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (পদ্মপাতার জল)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (জিরো ডিগ্রী)। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (পদ্মপাতার জল)। শ্রেষ্ঠ মেকআপম্যান : শফিক (জালালের গল্প) এবার মোট ২৫টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে

সাংস্কৃতিক অনুষ্ঠান

পুরস্কার প্রদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্বটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। এ ছাড়া ভিন্ন রকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পী চৌধুরী।

এবারের অনুষ্ঠানটি সমন্বয় করবেন মিশা সওদাগর, পরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। প্রথমে পপিকে ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘ভালো লাগে রাত’ শিরোনামের গানের পর রিয়াজের সঙ্গে ‘কি যাদু করিলা’ গানটিতে পারফর্ম করতে দেখা যাবে। এরপর অপু বিশ্বাস ও ফেরদৌস পারফর্ম করবেন শাবানা-আলমগীরের ‘পিতামাতা সন্তান’ ছবির ‘তুমি আরো কাছে আসিয়া’ শিরোনামের গানটিতে।

এ ছাড়া বাকি শিল্পীরা জনপ্রিয় সব গানে নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল ও সোহাগ। সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হলেন চিত্রনায়ক ফারুক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন তথ্য সচিব মরতুজা আহমদ।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে