ScreenShots_Weather_Android2

বিডি নীয়ালা নিউজ১ মার্চ১৬)-নিজস্ব প্রতিবেদনঃ

সময় : ১২ ই মার্চ ২০১৬ শনিবার।
আকাশ : আর কি বলবো কিছুদিন ধরে কেমন মেঘলা ভাব ধরে আপনাদের ভয় দেখাচ্ছে তাই আজ ও তাই করবে। ঐ আরকি।

বৃষ্টি : হবার তো সম্বাবনা দেখছি না, তবে হলে কিছুই করার নেই।

বজ্রপাত : খুবই ভয়ঙ্কর জিনিস তবে আজও ট্রেন ফেল করেছে।

তাপমাত্রা : শুনলাম দিন ও রাতের গড় তাপমাত্রা বলে সামান্য বাড়বে।

তাপপ্রবাহ : উনি দুপুরে পর দেশের অনেক এলাকায় গোপনে গোপনে বলে প্রবাহিত হচ্ছে। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন তার প্রভাব আরো বাড়ানোর।

বৃষ্টি বলয় : হ্যাঁ শুনলাম একটি ভয়ঙ্কর শক্তিশালী বৃষ্টি বলয় আসছে কিন্তু, ইনি এতো চালাক যে তার আসার সঠিক সময় এখনও আমরা নির্ধারণ করতে পারিনি।

কোয়াশা : একবার বিদায় দে মা ঘুরে আছি ঐ আরকি উনার অত্যাচার এর দিন প্রায় শেষ। আর কিছুদিন দেখা যেতেপারে। তবে আজ সকালে উনি থাকছেন।

ধোয়াশা : হিহিহি একদম পার্মানেন্ট হয়েছে মনেহচ্ছে।

১২ ই মার্চ নাকি ঢাকা সূর্য বাবাজি সকাল ০৬:১১ মিনিটে আকাশে দেখা দিবেন, আর তিনি লুকাবেন সন্ধ্যা ০৬:০৬ মিনিটে। তিনি আকাশে অবস্থান করবেন ১১ ঘন্টা ৫৫ মিনিট।

শৈতপ্রবাহ : মেয়াদ শেষ। বেচেঁ থাকলে আগামী ডিসেম্বর মাসে তাকে দেখা যাবে।

তাপপ্রবাহ : তৈরী হচ্ছে, এখন।

ভূমিকম্প : সে বলেছেন সবাই যখন আমার কথা ভুলে যেতে বসবেন তখন আমি আসবো।

সূত্রঃ আবহাওয়া অফিস।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে