Snapshot-86-300x169

বিডি নীয়ালা নিউজ(১৯ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা থেকে দুই বছরের শিশু লিয়ান অপহরণের ৩৯ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ অপগরণকারী স্বামী-স্ত্রী শিশু ও ক্রয়কারী ২ জনকে গ্রেফতার করেছে। অপহরণের পর শিশু লিয়ানকে মাত্র ৮ হাজার টাকায় বিক্রি করে অপহরণকারীরা। শুক্রবার সকালে ফতুল্লা থানা পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলার দেলু মিয়া তার স্ত্রীসহ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা আলীগঞ্জ বস্তিতে থেকে ওই এলাকার পাথর ভাঙ্গার কাজ করত। তাদের দুই বছরের শিশু পুত্র লিয়ানকে গত ১০ জানুয়ারী তাদের পাশে বসবাসকারী সুমী আক্তার ওরফে পারভীন ও তার স্বামী অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১ র্ফেরুয়ারী দেলু মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানার এস আই শহিদুল ইসলাম তদন্ত করে ১৭ র্ফেরুয়ারী মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোন টেকিংয়ের মাধ্যমে অপহরণের ৩৯ দিন পর শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগর থেকে অপহরণকারী মজনুকে গ্রেফতার করে। পরে মজনুর স্বীকারোক্তি মতে তার স্ত্রী সুমী আক্তার ওরফে পারভীনকে গ্রেফতার করে। পারভীন জানায় লিয়ানকে ৮ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। পরে তার দেখানো মতে কুমিল্লার সদর দক্ষিন থানার দুর্গাপুর আকরাম হোসেনের ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশু লিয়ানকে উদ্ধার করে। গ্রেফতার করে শিশু ক্রয়কারী আনোয়ার ও জামাল হোসেনকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে