সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:হৃদয়ে বন্ধুসভা কতৃক “হদয়ে নাট্যগোষ্ঠির” শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রহমতগঞ্জ বালিকা উচ্চ দ্যিালয়ে আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় হৃদয়ে বন্ধুসভার সভাপতি মারুফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সৈয়দ ইরতিজা আহসান। তিনি বলেন,বাল্য বিয়ে,মাদক ও ইভটিজিং বন্ধে সকলকে একসাথে কাজ করতে হবে। শুধু প্রশাসন নয় পাশাপাশি হৃদয়ে বন্ধুসভারমত সামাজিক সংগঠনগুলোকে আরো তৎপর হতে হবে অবিভাবকদের সচেতন করতে হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি সচেতন বৃদ্ধির লক্ষে “হৃদয়ে নাট্যগোষ্ঠির” শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো: আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মো: রায়হান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন,

রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি গাজী হাসান খসরু খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস এম তফিজ উদ্দিন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন হাসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার ফাহিম আল আশরাফ, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শহীদ আহসান উল হাবীব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ রানা মুন্সি, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। আরো বক্তব্য রাখেন,হৃদয়ে বন্ধুসভার সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ,রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম ।

স্বাগত বক্তব্য রাখেন,রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোলায়মান হোসেন,হৃদয়ে বন্ধুসভার স্কুল কমিটির সভাপতি এলিজা পারভিন আলো প্রমুখ। আলোচনা সভা শেষে নিজের বাল্য বিয়ে নিজে ঠেকানোর জন্য রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারমিন, শহীদ আহসান উল হাবীব উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্বপ্ন ও বাগবাটি হৃদয়ে বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাকিবুর ইসলামকে পুরু®কৃত করা হয়। পুরুষ্কার বিতরনী শেষে হৃদয়ে বন্ধুসভার পক্ষ থেকে প্রধান অতিথি সৈয়দ ইরতিজা আহসানের মাধ্যামে ৩০০ ছাত্রীকে শপথ বাক্য পাট করানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রহমতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর মজিদ শেখ ও হৃদয়ে বন্ধুষভার সাংগঠনিক সম্পাদক নাজমুর ইসলাম । এ অনুষ্ঠান মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক সিরাজগঞ্জ বার্তা।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে