class_borjhon

বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী):  সিরাজগঞ্জের বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে কলেজ সংসদের টাকা আত্মাসাৎ, নিয়োগ বাণিজ্য ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে অসদাচরণের অভিযোগে অনিদির্ষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা দিয়েছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলসহ অন্যান্য সদস্যের পদত্যাগ দাবী করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সমাবেশ করে ক্লাস বর্জনের ঘোষণা দেন। কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেন জানান, সকালে কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহম্মেদ ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু নাসেরসহ শিক্ষার্থীরা বিভিন্ন সময় ছাত্রদের কাছ থেকে কলেজ সংসদের নামে উত্তোলনকৃত টাকার হিসাব চান। এছাড়াও এইচএসসি ব্যবহারিক খাতার নামে শিক্ষার্থীদের কাছে থেকে অবৈধভাবে ২শ’ করে টাকা নেয়া এবং ৭ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগের ঘটনার প্রতিবাদ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সাথে ছাত্র নেতাদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সমাবেশ করে অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলের পদত্যাগের দাবীতে কলেজের সকল কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং কলেজ অনির্দিষ্টকারের জন্য বন্ধ ঘোষণা করে। তবে বিকেলে বিএ পরীক্ষার কারণে কয়েকজন শিক্ষকের অনুরোধে পরীক্ষা চলাকালীন সময়ের জন্য কলেজ খুলে দেয়া হলেও অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও এই নেতা জানিয়েছে।  বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, কলেজ সংসদ নিয়ে জিএস ও ছাত্রলীগের নেতাদের সাথে একটু বাক-বিতন্ডা হয়েছে। পরে নেতাদের সাথে কথা হয়েছে। বুধবার ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি সুরাহা করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, অনেকদিন যাবৎ কলেজে নির্বাচন হয়না। ওই ফান্ডের টাকা ক্রীড়া অনুষ্ঠানসহ বিভিন্ন খাতে খরচ করা হয়েছে। এছাড়া ব্যবহারিক খাতায় নম্বর ও ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি অস্বীকার করেন তিনি। ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক সরকার জানান, শিক্ষার্থীরা বাইরে সমাবেশ করে ক্লাস বর্জনের ঘোষণা দিলেও কলেজ যথারীতি খোলা আছে এবং পাবলিক পরীক্ষা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে