সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:সিরাজগঞ্জ সদর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যাবসায়ী আটক । শুক্রবার রাতে তাদের মাদক বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন,মিরপুর হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র কুখ্যাত মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম লিটন ও কোবদাসপাড়া গ্রামের জয়নাল সেখের ছেলে আল আমিন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
তিনি আরো বলেন,আমরা মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয় না। কেউ যদি সুপারিশ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয় বলে তিনি উল্লেখ করেন। এদিকে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশের উদ্যোগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আখেরুল ইসলামে নেতৃত্বে মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের বদুনিলী এলাকায় অভিযান চালিয়ে ৩টি গাঁজার গাছ সহ ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৫২) কে আটক করে।তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জনান তাড়াশ থানা পুলিশ।এ ব্যাপারে সংশিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।





