surjogrohon

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ সারাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। ঢাকায় ভোর ৬টা ২৩ মিনিট থেকে ৬টা ৩৮ মিনিটে ৩৯ সেকেন্ড পর্যন্ত সূর্যগ্রহণ দৃশ্যমান হয়। এরপর পর্যায়ক্রমে গ্রহণের মাত্রা কমে সকাল ৭টা ২১ মিনিটে শেষ হয়।

রাজধানীর মুগদা এলাকার মান্ডায় অনুসন্ধিৎসু চক্র নামে একটি বিজ্ঞান বিষয়ক সংগঠন সূর্যগ্রহণ দেখার আয়োজন করে। এ সময় সংগঠনের কর্মীরা বলেন, বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এবং কুসংস্কার দূর করতেই এই আয়োজন।

খালি চোখে সুর্যগ্রহণ দেখা ক্ষতিকর তাই বিশেষ কাঁচ ব্যবহার করা হয়। বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে বলে জানিয়েছে অনুসন্ধিৎসু চক্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে