ডেস্ক রিপোর্ট:  স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়ন,নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন,সামাজিক নিরাপত্তা বেষ্টনি, জেন্ডার সমতাসহ বিভিন্ন সামাজিক নির্দেশকগুলোতে প্রভূত উন্নতি সাধন করেছে।
তিনি বলেন, এসব খাতে অর্জিত সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
মঙ্গলবার তার সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই এর হাইকমিশনার মাসুরাই মাসরি সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা দু’দেশের সংস্কৃতি, পর্যটন, সংসদীয় প্রক্রিয়া,নারীর ক্ষমতায়ন ও অন্যান্য দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার বলেন, ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার বাংলাদেশে অবস্থান ও দায়িত্ব পালনকালে স্পিকারের সহযোগিতা কামনা করেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে