সাম্প্রতিক সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর বাংলাদেশে

gn3_1360164071

বিডি নীয়ালা নিউজ(৩জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ ২০১৭ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক টুর্নামেন্ট  সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১২তম আসর বসবে বাংলাদেশে। বর্তমানে সাফের ১১তম আসরটি  ভারতে অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান।

বর্তমান আসর শেষ হওয়ার আগে পরের সাফের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের কেরালায় সাফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে বসেছিলো সাফের আসর।

এছাড়াও অনেকদিন ধরে আটকে থাকা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও দায়িত্ব পেল বাংলাদেশ। সাফ দেশের সেরা ক্লাবগুলোকে নিয়েই হবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দুটি ক্লাব ছাড়া মোট আটটি ক্লাব খেলার কথা রয়েছে। এ আসর গুলো আয়োজনে ভুটানও ছিল এই তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশেই হতে চলেছে দুটো টুর্নামেন্ট।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com