ডেস্ক রিপোর্টঃ মেয়র নির্বাচিত হয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় মিষ্টি নিয়ে যান। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে নগরীর উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাখাওয়াত। সবাইকে সাথে নিয়ে নগরীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন আইভি।
মেয়র পদে জয়ী প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভি শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে মিষ্টি নিয়ে যান নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায়। এসময় আইভিকে অভিনন্দন জানান সাখাওয়াত হোসেন খান। ভোটের মাঠের এই মূল প্রতিন্দ্বন্দ্বী নতুন মেয়রকে বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। ফলাফল মেনে নিয়ে আশ্বাস দেন নগরীর উন্নয়নে আইভিকে পূর্ণ সহযোগিতা করার। উভয় প্রার্থীর মধ্যে এসব বিষয়ে কথা হয়। পরে সাংবাদিকদের সামনে সাখাওয়াত হোসেন বিজয়ী আইভীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে আপনি নারায়ণগঞ্জকে আরও উন্নত করতে আমাদের যে ধরনের সহযোগিতা চাইবেন, আমরা তা করব।
এদিন বিকেলে নগরীর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মেয়র। এদিকে সকাল থেকেই নেতা-কর্মীরা আইভীর বাসায় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে যাওয়ার আগ পর্যন্ত এই অভিনন্দন অব্যাহত ছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠেয় এনসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয় লাভ করেছেন। আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বি/এস/এস/এন