ডেস্ক রিপোর্ট : চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা সম্প্রতি আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হন। এবার আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
সবকিছু ঠিকঠাক থাকলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চান অঞ্জনা। বর্তমানে এ আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি। অঞ্জনা বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবেই নির্বাচনে অংশ নেব। তবে সংরক্ষিত আসন থেকেই নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা বেশি।
ব/দ/প





