srilanka
বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বিশ্বের সবচেয়ে দামি পাথর  নীলকান্তমণির খোঁজ পেয়েছে শ্রীলঙ্কা। দেশটির একটি খনি থেকে এক হাজার চারশ’ চার দশমিক ৪৯ ক্যারেটের ওই তারকা চিহ্নিত নীলাটি তুলে আনা হয়েছে।

শ্রীলঙ্কা রত্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এর আগে এতো বড় আর কোন নীলা আবিষ্কারের কথা তাদের জানা নেই।

রত্মপুরা শহরের খনি থেকে আবিষ্কৃত নীলাটির নামকরণ করা হয়েছে দি স্টার অব আদম। ২০১৩ সালে ১৭ কেজি ওজনের একটি পাথর খণ্ড থেকে নীলাটি বের করা হলেও, রত্মটির ওজন সম্প্রতি জানা গেল।

এই নীলকান্তমণিটির ভিত্তি মূল্য একশ মিলিয়ন ডলার বা আটশ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি এর দ্বিগুণ মূল্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে নীলাটির বর্তমান মালিক বলেন, যখন প্রথম নীলাটি দেখতে পাই, তখনি ধারণা হয়েছিল যে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নীলা। কিছুটা ঝুঁকি নিয়েই নীলাটি কিনে ফেলি।

তবে কত দামে নীলাটি কিনেছেন, তা জানাতে রাজি হননি।

শ্রীলঙ্কায় বছরে একশ মিলিয়ন ডলারের রত্ন ব্যবসা রয়েছে। শ্রীলঙ্কার রত্ন ব্যবসায়ীরা বলেন, ডাচেস অফ ক্যামব্রিজ, কেট মিডলটনের এনগেজমেন্ট রিং-এ একটি নীলা বসানো ছিল, যা শ্রীলঙ্কা থেকেই ১৭৭০ সালে আবিষ্কৃত হয়। সেই আংটিটি ছিল প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়নার।

5 মন্তব্য

  1. Hi! Do you know if they make any plugins to help with SEO?
    I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good success.

    If you know of any please share. Thank you!

    You can read similar art here: Sklep

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে