এম ডি বাবুল, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম পি।
১৫ই নভেম্বর ২০২২ মঙ্গলবার বেলা ৩:টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ডেপুটি বাজারের দক্ষিণ পাশে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে মোনাজাতের পর বেলুন উড়ানোর মধ্য দিয়েই অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
লোহাগাড়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন লোহাগাড়ায় একটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন যা আজ পূর্ণ হল প্রায়ই ৩ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয় লোহাগাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন টি নির্মাণ করা হয়।
এর পূর্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যুগে চুনতীর একটি মাঠে ল্যান্ড করেন এবং গাড়ি যুগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মরহুম জয়নাল আবেদীন বাচ্চুর কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সাতকানিয়া গণ মানুষের নেতা চট্রগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুরক্ষা সেবা বিভাগ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শহীদ আতাহুর হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি প্রবীর কুমার সরকার, জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শফিউল্লাহ,ক্রাইম এন্ড অবস সুদীপ্ত সরকার পি পিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডেপুটি পরিচালক আনিসুর রহমান, উপসহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ, ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার এ এম এম ওয়াসিম ফিরুজ, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবীর, উপজেলা নির্বাহী অফিসার শরিফ উল্লাহ, সহকারী কমিশনার ভূমি শাহজাহান, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খোরশেদ আলম চৌধুরী, এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো, ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন