আতিকুর রহমান আতিক, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে সত্রুতা করে মনোয়ারা নার্সারির তিন শতাধিক উন্নত জাতের বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ১১ নভেম্বর রাতে উপজেলার বাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নার্সারির মালিক আব্দুল মান্নান জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কাহারা বাওড়া মাঠের নার্সারি বাগানের তিন শতাধিক উন্নতজাতের মাল্টা,আমড়া,বাদাম,আম,কাঠাল, পেয়ারার গাছ কেটে দিয়েছে। তিনি আরো জানান, এর এক সপ্তাহ আগেও তার পেয়ারা বগানের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।