আতিকুর রহমান, লালপুর নাটোর প্রতিনিধি: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর -১ ( লালপুর- বাগাতিপাড়া )আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
নি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার।’ শনিবার (৭ অক্টোবর ) বিকালে উপজেলা দুয়ারিয়া ইউনিয়নে কাসেমপুর এক প্রচার সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সরকারের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানান। সভায় বকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বদিউর রহমান বদর,এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদরত ই খুদা পনির প্রমূখ। এর আগে দুয়ারিয়া ইউনিয়নে কলসনগর মরহুম হাজের উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ধোধন করেন।