আতিকুর রহমান, লালপুর, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আখ চাষ নিবিড়করণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মিলের ট্রেনিং কমপ্লেক্সে জেলা প্রশাসন ও নর্থ বেঙ্গল সুগার মিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এতে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে ও মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সাগর, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার প্রমূখ।
এসময় অন্যোন্যর মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি বুলবুর আহমেদ, আখচাষি সাফাত উল্লা খাঁন, সাইফুদ্দিন খাঁন প্রমূখ।