ধূসর প্রান্তর
সকাল থেকেই আকাশ আজ বেদনায় সিক্ত ।
অভিমানী সূর্যের দেখা নেই,
বিরহী মেঘগুলো সারা আকাশ তোলপাড় করে চলছে ।
যেন কোনো এক বিরহী বধূর বেদনার্ত চোখের ধারা ঝড়ছে, বৃষ্টির ধারা মৃদু বাতাস বইছে ।
বাতাসের ঝাপটায় পানি সরে যাচ্ছে, যেন একটা মায়াবী ঝরনা ধারা – সামনে খোলা প্রান্তর, সাদা হয়ে আছে।
বৃষ্টির শুভ্র রঙে , দূরের গ্রাম গুলো যেন ঝাপসা কোনো জগৎ বিরহী বধূ খোলা চুলে সাদা শাড়ী পড়ে ছুটে চলছে খোলা প্রান্তরে ।
খুঁজে ফিরছে দুটি চোখ তাঁর স্বপ্নের রাজকুমারকে, কথা ছিল কোনো এক খোলা প্রান্তরে-
দু’জনে হাত ধরে বৃষ্টিতে ভিজবে আর দৌঁড়াবে, ফিরে যাবে ছেলেবেলার বৃষ্টিতে ভিজার সেই দিনগুলিতে………… ।





