সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:সিরাজগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের সয়াধানগড়া উওর পাড়ার ঝন্টু প্রফসারের বাড়ীর কাছ থেকে ভূষি কালামের বাড়ির রাস্তা পর্যন্ত সড়কের বেহাল দশা। রাস্তাটি কাচা তাই অল্প বৃষ্টিতে পানি জমে যায়। এতে এলাকাবাসীর দূর্ভোগ প্রহাতে হয়। পৌরসভার ভিতর ৪ নং ওয়াডের সব রাস্তা পাকা হলেও এ রাস্তাটি কাচাঁর কারনে এ এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। কেউ কেউ অভিযোগ করে বলে,এ রাস্তাটি কি আর পরিবর্তন হবে না।এ এলাকার মানুষের একটাই দাবী এ রাস্তাটি তাড়াতাড়ি পরিবর্তন করার জন্য।

এ এলাকার অধিবাসী জিন্নাহ তালুকদার জানান,হাজার হাজার মানুষকে এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়।কিন্তু এ রাস্তাটি কাঁচার জন্য নানা সমস্য গুনতে হয়। অনেক ছাত্র-ছাত্রী এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। তাই আমি আমাদের কমিশনার হেলাল উদ্দিন ও পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজীর কাছে এ রাস্তাটি অতি দ্রুত মেরামত করে দেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।এ এলাকার যুবকরা জানান, দীর্ঘদিন হল এ রাস্তাটি মেরামতের জন্য অযত্ন  বহেলায় পড়ে আছে। তাই এ রাস্তাটি মেরামত করে এ এলাকাবাসীকে বাচাঁনোর দাবী জানান।স্কুল ও কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীরা বলেন,আমাদের বৃষ্টির দিনে খুব কষ্ট করতে হয়।আমাদের এ রাস্তা দিয়ে পায়ে হেটে যাতায়াত করতে হয় তাই এ রাস্তাটি মেরামত করা অতি জরুরী। এ ব্যাপারে ওই এলাকার মুরব্বী ভূষি কালাম জানান,এ রাস্তাটি নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছে কেউ এ রাস্তাটি পরিবর্তন করে না। কমিশনার াাসে কমিশনার যায় কিন্তু এ রাস্তার উন্নয়ন কেউ করেনা। তাই আমাদের কস্ট করে থাকতে হবে। এ রাস্তার পরিবর্তন কেউ করবে না। এ ব্যাপারে ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গোলাম কিবরিয়া খান জানান,আমি চেষ্ঠা করেছিলাম কিন্তু এ রাস্তাটি পরিবর্তন করতে পারিনি। তাই যেহেতু এ এলাকার সব মানুষের প্রানের দাবী এ রাস্তাটি পরিবর্তন করা তাই আমি মনে করি পৌরসভার কতৃপক্ষ খুব দ্রুত এ রাস্তাটি পরিবর্তন করবে। এ এলাকার প্রত্যোক মানুষের ইচ্ছা অতি দ্রুত এ রাস্তাটি পরিবর্তন করে ভূষি কালামের বাড়ির থেকে ঝন্টু প্রফেসারের বাড়ি পর্যন্ত সকল মানুষকে ভালো রাখ বে পৌর কতৃপক্ষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে