IMG_20160225_194334_205

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারী১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি): রাঙামাটি পৌরসভার নব -নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগনের অভ্যর্থনা এবং বিদায়ী মেয়র ওকাউন্সিলরগনের বিদায়ী উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজনে অভ্যর্থনা ও বিদায়ী সংবর্ধনাঅনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭ঘটিকায়  রাঙামাটিজেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অভ্যর্থনা ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরি, রাঙামাটির নেজারত ডেপুটি কালেক্টর নাজমুল হাসান,সাবেক রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরি ভূট্রো, বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান মহসিন রানা, আরও উপস্হিত ছিরেনরাঙামাটি পৌরসভার ৯ জন ক্উন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরবৃন্দ হতে শুরু করে
প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেনপর্যটন নগরীর শহর রাঙামাটি যেখানে বিভিন্ন সম্প্রদায়, জাতি,বর্ন নির্বিঃশেষে একসাথে বসবাস করছে।একেক টি উপজাতী সম্প্রদায়ের আলাদা,সব কিছুর ধরন আলাদা।বাংলাদেশের সব জেলা থেকে এই পর্যটন নাগরী রাঙামাটি সবচেয়ে আলাদা। এটাই রাঙামাটিরর সৌন্দর্য।তিনি আরও বলেন রাঙামাটির অপরুপ সৌন্দর্যময়রুপ পৃথিবীর অন্য কোন দেশে নেই বলে মন্তব্য করেছেন।তিনি মেয়র ও কাউন্সিলরবৃন্দ দের উদ্দ্যশে বলেন সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে আসুন রাঙামাটিতে
আমরা জেলা সর্বদা আপনাদের সাথে সহযোগিতা করবো। তিনি আরও বলেন শহড়ের অনেক জায়গাই রাস্তা ভাঙ্গা,বিশেষ করে রির্জাভ বাজারের রাস্তার অবস্হা অনেক দূরদসা।যেখানে জনসাধারণ এর চলতে অসুবিধা হয়।তিনি সকলকে সম্মিলিত ভাবে এই শহর কে সম্পুর্ন রুপে পর্যটন নগরী গড়ে তুলার আহবান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে