সাম্প্রতিক সংবাদ

যুক্তরাজ্যে তামিমের স্ত্রীকে এসিড নিক্ষেপের চেষ্টা!

ডেস্ক রিপোর্ট : ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে শিউরে উঠার মতো এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন টাইগার তারকা ওপেনার তামিম ইকবাল। খ্রিস্টান উগ্রবাদীদের এসিড হামলা থেকে কোনোরকম রক্ষা পেয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।গত ১০ জুলাই লন্ডনে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে ফেরার পথে এঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির একটি সূত্র জানায়, ওই বিদ্বেষমূলক হামলার পর এসেক্স কাউন্টির সঙ্গে চুক্তি মিটিয়ে দেশে ফিরছেন তামিম ইকবাল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তামিমের হিজাব পরিহিতা স্ত্রীকে দেখে একদল খ্রিস্টান উগ্রবাদী ধাওয়া করে। তাদের হাতে এসিডও ছিল। হামলা থেকে বাঁচতে শিশু সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান তামিম দম্পতি। পরে হামলাকারীরা চলে গেলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে মুসলিম হিজাব পরিহিতা নারীদের লক্ষ্য করে যুক্তরাজ্যে বেশ কয়েকটি এসিড হামলার ঘটনা ঘটছে। এ ধরনের হামলা ক্রমশই বাড়ছে। গত ২১ জুন দুই বোন এসিড হামলার শিকার হন। এ ধরনের হামলা থেকে বাঁচতে খুব বেশি প্রয়োজন না হলে বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না মুসলিম নারীরা।

যোগাযোগ করা হলে তামিম সাংবাদিকদের বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে তিনি বাড়ি ফিরছেন।’

প্রসঙ্গত, কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে এসেক্স ঈগলসের হয়ে খেলতে গত শনিবার ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন তামিম। খেলেছেন মাত্র এক ম্যাচ। খেলার কথা ছিল আটটি ম্যাচ। কিন্তু হঠাৎ করেই ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে আসছেন তামিম। মঙ্গলবার রাতেই দেশে ফেরার বিমান ধরেন দেশসেরা এই ওপেনার।

তামিমের এভাবে দেশে ফিরে আসার সিদ্ধান্ত এসেক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও জানিয়েছে। মঙ্গলবার এসেক্স জানায়, ‘জরুরি ব্যক্তিগত কারণে দলের সঙ্গে থাকছেন না তামিম। আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং তামিমের ব্যক্তিগত ব্যাপারকে সবাই সন্মান জানালে আমরা খুশি হবো।’

কাউন্টিতে খেলতে গিয়ে এবার এসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম। সে ম্যাচের তার অবদান ৭ রান। প্রথম ৫ বলে ১ রান নেওয়ার পর বিশাল এক ছক্কা হাঁকান। তবে এর পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরে আসেন তিনি।

গা/ব/ন

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com