160306021619_elecciones_eeuu_2016_ted_cruz_primarias_640x360_getty_nocredit

বিডি নীয়ালা নিউজ(৬ই মার্চ১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের লড়াইয়ে দেশটির পাঁচটি অঙ্গরাজ্যে আজ ভোট দিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের সদস্যরা।

লুজিয়ানা, নেব্রাস্কা, কানসাস, কেন্টাকি এবং মেইনে রাজ্যে প্রাইমারি ও ককাসে অংশ নেন তারা।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী মোট পাঁচটি রাজ্যের মধ্যে রিপাবলিকানরা চারটি রাজ্যে আর ডেমোক্র্যাটরা তিন রাজ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেন।

এর মধ্যে ডেমোক্রেটদের তিন রাজ্যের মধ্যে লুজিয়ানায় হিলারি ক্লিনটন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু নেব্রাস্কা ও ক্যানসাসে অল্প ব্যবধানে হেরে গেছেন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের কাছে।

অন্যদিকে রিপাবলিকান ট্রেড ক্রুজ ক্যানসাস ও মেইনে রাজ্যে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

অন্যদিকে মিস্টার ট্রাম্প কেন্টাকি ও লুজিয়ানায় এগিয়ে আছেন বলে খবর পাওয়া গেছে।

দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই বাছাই প্রক্রিয়ায় কিছুটা এগিয়ে থাকা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট হিলারি ক্লিনটন আজ তাদের অবস্থান আরও শক্ত করতে চেয়েছিলেন ।

আগামী ১৫ই মার্চ আরও অন্তত পাঁচটি রাজ্যে ভোট গ্রহণের আগে আজকের ফল তাদের অনুকূলে নেয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করছেন তারা।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে