বিডি নীয়ালা নিউজ(৯জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): ভারতের পশ্চিমবাংলার মালদা সোনালী অতীত ফুটবল দল ও বাংলাদেশের নীলফামারী সোনালী অতীত ফুটবল একাদশের মধ্যে ১-১ গোলে ড্হয়েছে। নীলফামারী স্টেডিয়ামে হাজারো ফুটবল প্রেমী দর্শক আর প্রবীন ফুটবলারদের মিলন মেলায় পরিনত হয়েছিল এ প্রীতি ফুটবল ম্যাচটি। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় খেলা শুরু হয়। এরপর ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পরে নীলফামারী সোনালী অতীত ফুটবল একাদশ। মালদা ফুটবল দলের হয়ে গোল করেন নয়ন দাস। পিছিয়ে পরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নীলফামারী। তবে শেষ বাশি বাজার ঠিক আগ মুহুর্তে কাঙ্ক্ষিত সাফল্য পায় নীলফামারী সোনালী অতীত ফুটবল একাদশ। মিঠুর দেয়া গোলে শেষ পর্যন্ত প্রীতি ম্যাচটি ড্র হয়। উভয় দলে নিজ নিজ দেশের প্রথম বিভাগ ফুটবল দলের প্রবীন খেলোয়াররা অংশ নেন। এরমধ্যে উল্লেখযোগ্য খেলোয়ার রয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন, ভারতের মালদা দলে ছিলেন কলকাতা মোহামেডানের সাবেক ফুটবলার মোদাছ্ছের হোসেন। এই প্রীতি ম্যাচে মজার বিষয় ছিল মাঠে দুই দলের ১১ জন করে ২২ জন খেললেও খেলোয়ার পরিবর্তনে কোন বাধা ধরা নিয়ম ছিলনা। ফলে উভয় দলে থাকা ২৫ জন খেলোয়ার একে একে এ খেলায় অংশ নেয়। খেলা শেষে সন্ধ্যায় উভয় দলের মাঝে পুরস্কার বিতরন করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাকির হোসেন। পুরস্কার বিতরনী শেষে পশ্চিমবাংলার মালদা সোনালী অতীত ফুটবল একাদশের টিম ম্যানেজার সুবিন্দ্র নাথের হাতে ক্রেষ্ট প্রদান করেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন। আর নীলফামারী সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি বংকু বিহারী রায় ও সাধারন সম্পাদক এম,এ হাফিজের কাছে পশ্চিমবাংলার মালদা সোনালী অতীত ফুটবল একাদশেরপক্ষ থেকে অনুরূপ ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক,পুলিশ সুপার জাকির হোসেন খান, সাবেক সংসদ সদস্য আহসান আহমেদ, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন, আতিয়ার রহমান, হামিদুর চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা শামীমা সুলতানা প্রমুখ। এ ছাড়া এই প্রীতি ম্যাচটির সার্বিক আয়োজক নীলফামারী নীলসাগর গ্রুপের পক্ষে পশ্চিমবাংলার মালদা সোনালী অতীত ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে টি শার্ট উপহার হিসাবে তুলে দেন গ্রুপের পরিচালক রঞ্জু।
You are in reality a just right webmaster. The web site loading
pace is incredible. It seems that you’re doing any unique trick.
Furthermore, the contents are masterwork. you’ve performed a magnificent activity on this topic!
Similar here: dyskont online and also
here: Dyskont online