160322093312_brussels_airport_640x360_ap_nocredit

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ  ব্রাসেলসের বিমানবন্দর ও পাতাল রেলে বেশ কয়েকটি বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে।

জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন এলাকায় স্থানীয় সময় সকাল আটটার কিছু পরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তার ঠিক এক ঘণ্টা পরেই আরো একটি বিস্ফোরণ হয় মালবীক মেট্রো স্টেশনে। এই স্টেশনটি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের খুব কাছেই।

বিস্ফোরণের পরপরই বিমানবন্দর ও পাতাল রেল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

প্যারিস হামলায় জড়িত প্রধান এক সন্দেহভাজন সালাহ আবেদ সালাম আটকের চারদিন পর ব্রাসেলসে একের পর এক এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

আবদেস্লামকে আটকের পর বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্র উদ্ধারের পর মনে হচ্ছে, আবদেস্লামের সহযোগীরা যেকোনো সময়ে আরো হামলা চালাতে প্রস্তুত।

ফরাসী পুলিশ বলেছে, প্যারিসে যে হামলা হয়েছে মূলত তার পরিকল্পনা হয়েছে ব্রাসেলসে। ওই হামলায় ১৩০ জন নিহত হয়।

কোনো কোনো খবরে এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করা হচ্ছে। হামলার পরেই শহরের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।লোকজনকে যে যেখানে আছে তাকে সেখানেই অবস্থান করতে বলা হচ্ছে। বাতিল করা হয়েছে সকল ফ্লাইট। ব্রাসেলস থেকে এবং ব্রাসেলস অভিমুখী ইউরোস্টারের সব ট্রেন বাতিল করা হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে