সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ  জেলার বেলকুচি উপজেলায় দু’টি গ্রামে ৫১২ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। এছাড়া ৮টি বানিজ্যিক ও ৬টি সেচ সংযোগ দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য শিল্পপতি আলহাজ আব্দুল মজিদ মন্ডল আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় উপজেলার সদর ইউনিয়নের দেলুয়া গ্রামে ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খাস খামার উল্লাপাড়া গ্রামে ১ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৭শত টাকার নির্মিত ৬.১৬৩ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়।

উপজেলার দেলুয়া গ্রামের ঈদগাঁ মাঠে বিদ্যুৎ উদ্বোধন পূর্বে সংক্ষিপ্ত আলোজনা সভায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চাঁন মোহাম্মদেও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী, এরিয়া পরিচালক খোরশেদ আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে