FB_IMG_1457347870313

বিডি নীয়ালা নিউজ(৭ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারী সদরকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষনার লক্ষে কিশোর কিশোরী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ঈমাম কাজী, পুরহিত সহ সকল মানুষের অংশগ্রহনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

FB_IMG_1457347953056

ইউনিয়নটির খোকশাবাড়ী শালবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার দুপুরে এক বিশাল গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক।

FB_IMG_1457347902149

গনসমাবেশের সভাপতি বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সময় শপথবাক্য পাঠ করান।

গনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে