ban-ki-moon-hasina

বিডি নীয়ালা নিউজ(৮ই ফেব্রুয়ারী ১৬)- ঢাকা প্রতিনিধিঃ জাতিসংঘের একটি প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বিষয়টি নিয়ে রবিবার রাত আটটায় তিনি প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ ‘ইউনাইটেড ন্যাশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’ নামে একটি প্যানেল করতে যাচ্ছে। বান কি মুন এই প্যানেলে সদস্য হিসেবে শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করেন।

জাতিসংঘ মহাসচিবের এ প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন।

ঢাকায় আগামী ডিসেম্বরে ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণ করার জন্য বান কি মুনকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে