সোহেল রানা, রাজশাহী জেলা প্রতিনিধি: আসন্ন ২৯শে ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের আগাম জনসংযোগ ও প্রচারনা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়নপাওয়ার আশায় ইতো মধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নিজ নিজ দলের নেতাদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ চালাচ্ছেন।
এরি ধারাবাহিকতায় রবিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে রাত্রি পর্যন্ত বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু বাঘা পৌরসভর নারায়ণপুর বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় করেন । এসময় মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
গণসংযোগ উপস্থিত ছিলেন, বাঘা পৌর যুবলীগের সভাপতি সাহিন আলম, সহ সভাপতি মাহাবুবুর রহমান হিমেল, শ্রমিক লীগ নেতা আসলাম আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মওদুদ আহমেদ সবুজ, মিল্টন হোসেন, জিল্লুর রহমান, তুহিন, রকি, সুজন প্রমুখ।