110610_Bomb

বিডি নীয়ালা নিউজ(১৩জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের কোয়েটা শহরে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানো হয় এমন একটি ক্লিনিকের সামনে এক বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

মনে করা হচ্ছে নিহতদের অধিকাংশই পুলিশের সদস্য।

তারা ওই টিকা কেন্দ্রটির প্রহরায় ছিল।

পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো মনে করে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচী মূলত পাকিস্তানি শিশুদের বিরুদ্ধে একটি পশ্চিমা ষড়যন্ত্রের অংশবিশেষ।

ফলে পোলিও টিকা কর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে বহু ইসলামপন্থী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এজন্য তাদেরকে সবসময় সশস্ত্র প্রহরা দেয়া হয়।

সারা বিশ্বের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানেই শুধুমাত্র এখনো পোলিও রোগ মহামারি আকারে বিরাজ করছে।

বেলুচিস্তান প্রদেশের একজন মন্ত্রী সরফরাজ বুগতি সংবাদদাতাদের বলেন, সকালবেলা টিকা কর্মীরা যখন পরিদর্শনে বের হবার আগে কার্যালয়ে এসে হাজিরা দিচ্ছিলেন তখনই এই বিস্ফোরণটি ঘটে।

অন্তত কুড়ি জন মানুষ এতে আহতও হন।

মি. বুগতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা একটি যুদ্ধক্ষেত্রে বসবাস করছি এবং এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না।”

সংবাদদাতারা বলছেন, ২০১৪ সালের সাথে তুলনা করলে গত বছর পোলিও টিকা কর্মীদের উপর কমই হামলার ঘটনা ঘটেছে।

পোলিও টিকা কর্মীদের উপর এর আগে সর্বশেষ হামলাটি হয়েছিল গত নভেম্বর মাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক স্থানীয় পোলিও সমন্বয়কের মৃত্যুর মধ্যে দিয়ে।

 

-বিবিসি বাংলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে