বিডি নীয়ালা নিউজ(১১জানুয়ারি১৬) আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার আওতাধীন নীলফামারী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক মো: নোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কলেজ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ এবং সাধারণ সম্পাদক মো: নোহেল রানা বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিধায় বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক “নীলফামারী সরকারী কলেজ শাখা” ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল। এতে আরো উল্লেখ করা হয় নীলফামারী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে অতিসত্তর কমিটি প্রদান করা হবে।