FB_IMG_1453896110974

বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারী বড় মাঠে শুরু হয়েছে পৌর ওয়ার্ড ভিক্তিক ক্রিকেট লীগ-১৬। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা ক্রিকেট অ্যাম্পেয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুজ্জামান মিলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ জানান, নীলফামারী পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে নয়টি দল খেলায় অংশগ্রহণ করবে। ৭ ও ৮ নম্বর ওয়ার্ড দল উদ্বোধনী খেলায় অংশ নেয় বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে