সাম্প্রতিক সংবাদ

নীলফামারীতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

images(3) বিডি নীয়ালা নিউজ(১১জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প্যমাল্য অর্পণ করা হয়।এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অপর্ণ করেন সংগঠনের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে বঙ্গবন্ধু পরিষদের জেলা আহবায়ক সাবেক সংসদ সদস্য জোনাব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সেখানে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ১৯৭১ সালের মুক্তিযদ্ধের ইতিহাস ও আব্দুল গাফ্ফার চৌধুরীর ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রামাণ্য চিত্র প্রদর্শীত হয়।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com