1439529308_IMG_17877979391065

বিডি নীয়ালা নিউজ(১ই মার্চ ১৬)-ইয়াসির আরাফাত(বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিং): 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সেমিনার অন ইউজেজ অব ইলেক্ট্রোনিক রিসোর্স এন্ড ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস: সিনারিওস ইন দি ইউনিভার্সিটি লাইব্রেরীস অব বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। আজ ০২ মার্চ ২০১৬ তারিখ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার উন্নয়ন প্রজেক্ট কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আধুনিক প্রযুক্তি এবং অনলাইন যোগাযোগের মাধ্যমে বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। লাইব্রেরীকেও ডিজিটালাইজড করার মাধ্যমে তা আজ আর কোন ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মোবাইলের মতো লাইব্রেরীও আজ সবার সাথে সর্বক্ষণ থাকছে। তবে আধুনিক লাইব্রেরী করতে গিয়ে শুধু অনলাইন সংস্করণ থাকলেই হবে না তার সাথে সাথে হার্ড কপি অর্থাৎ প্রিন্টেড গ্রন্থও থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘জ্ঞান পিপাসু ছাত্র, শিক্ষক, কর্মকর্তা সবাই যে যে মাধ্যমে ইচ্ছা লাইব্রেরীতে এসে পড়াশোনা করতে পারবে। আজকের এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীগণ আরও ভালোভাবে জানতে পারবেন কীভাবে সহজতর পদ্ধতিতে ইলেক্ট্রোনাইজড তথ্যসমূহ ব্যবহার করা যায়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আধুনিকতার সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজড লাইব্রেরী হতে জ্ঞানার্জনের জন্য আন্তর্জাতিক এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ও কেন্দ্রীয় গ্রন্থাগার উন্নয়ন প্রজেক্ট-এর সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. মো: মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব), গ্রন্থাগারিক ও কেন্দ্রীয় গ্রন্থাগার উন্নয়ন প্রজেক্ট-এর ডেপুটি সাব প্রজেক্ট ম্যানেজার মো: ফজলুল কাদের চৌধুরী। সেমিনারের উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি
ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক সাখাওয়াত জামিল সৈকত। সেমিনারে দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
প্রতিনিধিসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত
ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব), গ্রন্থাগারিক ও কেন্দ্রীয় গ্রন্থাগার উন্নয়ন প্রজেক্ট-এর ডেপুটি সাব প্রজেক্ট ম্যানেজার মো: ফজলুল কাদের চৌধুরী। এছাড়া ‘ই-রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড স্কলারলি কমিউনিকেশন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিবশঙ্কর জানা, ‘ইলেক্ট্রোনিক রিসোর্স ম্যানেজমেন্ট এ্যাট ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরী’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ড. এম. নাসির উদ্দিন মুন্সি এবং মো: মইদুল ইসলাম; ‘লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম: জাককানইবি সেন্ট্রাল লাইব্রেরী’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন উপ-গ্রন্থাগারিক ও কেন্দ্রীয় গ্রন্থাগার উন্নয়ন প্রজেক্ট-এর সহকারী সাব প্রজেক্ট
ম্যানেজার শেখ মো: জালাল উদ্দিন এবং ‘ডেভেলপমেন্ট অব ডিজিটাল লাইব্রেরী ইন বাংলাদেশ: সাম ইস্যুস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন উপ-গ্রন্থাগারিক ও কেন্দ্রীয় গ্রন্থাগার উন্নয়ন প্রজেক্ট-এর সহকারী সাব প্রজেক্ট
ম্যানেজার মোহাম্মদ আজিজুর রহমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে