কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সাম্প্রতিকপ্রাকৃতিক দূর্যোগে প্রস্তুতির লক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৭জুলাই) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সন্জিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা এ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান ও নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দেরদৌসি ইয়াছমিন চৌধুরী ডেজি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্রী প্রসেনজিৎ তালুকদার , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাছ ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাছির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন,ইউনাইডেট প্রেস ক্লাব ,আত্রাই ,নওগাঁ সভাপতি কামাল উদ্দিন টগর, ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবির উদ্দিন, ২নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,৮নং হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,৬নং মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা সামছুর রহমান ছামু, বিশিষ্ট সমাজ সেবক সাজেদুর রহমান সেন্টু সহ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ক্ষয়ক্ষতি থেকে উত্তোরনের জন্য কর্মপরিকল্পনা নির্দ্ধারণ করা হয়।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়া উদ্দিন আহম্মেদ।