150319034338_taskin_ahmed_640x360_afp_nocredit

বিডি নীয়ালা নিউজ(৩০ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের পেসার তাসকিন ইসলাম বোলিং অ্যাকশন সংশোধনের চেষ্টা করছেন।

তাকে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। কোচের বিশ্বাস দ্রুতই তাসকিনের ত্রুটি সংশোধন করা সম্ভব হবে।

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের পেসার তাসনিক ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ফলে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা দেন তাসকিন-সানি। সানির বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। তাসকিনের কিছু ডেলিভারি অবৈধ ঘোষণা করা হয়। তবুও তাকে বোলিং নিষিদ্ধ করা হয়। তাসকিনের ইস্যু নিয়ে রিভিউ আবেদন করেও কোনো লাভ হয়নি। আইসিসি পূর্ব সিদ্ধান্ত বহাল রাখে।

আন্তর্জাতিক ক্রিকেটে আবার বল হাতে ফিরতে হলে তাদের উভয়কে বোলিং পরীক্ষায় পাস করতে হবে। তাই সংশোধন করতে হবে বোলিং অ্যাকশন।

গত সোমবার থেকে বোলিং অ্যাকশন সংশোধনের কাজ শুরু করেন সানি-তাসকিন।

এ বিষয় বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, ‘আমাদের সময়ের কোনো চাপ নেই। আমার মনে হয়, আবার পরীক্ষা দেওয়ার জন্য তাসকিনের তৈরি হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। আবার তাকে পাঠানোর আগে আমাদের শতভাগ নিশ্চিত হতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হলেও বোর্ডের অনুমতি নিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ রয়েছে সানি-তাসকিনের। দেশের সেরা ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়র ডিভিশন ক্রিকেট লিগে খেলতে পারেন এই দুই বোলার।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে