মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ তাজরুল ইসলাম তার মোক্কেল মোহাম্মদ আলী চৌধুরী’র লিলিমোড়স্থ দোকান ঘরটি অবৈধ দখল মুক্ত করতে আইনগত ভাবে ১৫দিনের নোটিশ প্রদান করেছে অবৈধ্য ভাড়াটিয়া “নেক্সাস” দোকানের মালিক মোঃ আসাদুল ইসলামকে।
আইনজীবী কর্তৃক দেওয়া লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, দিনাজপুর শহরের মুন্সিপাড়া (লিলিমোড় সংলগ্ন) রাজারামপুর হাউস এর নিবাসী মোহাম্মদ আলী চৌধুরী তার বাড়ি সংলগ্ন একটি দোকান ঘর ১১/০৬/২০২০ইং তারিখে বাদশা ইমাম আরাফাতকে আইনী চুক্তির মাধ্যমে ভাড়া দেন।
ভাড়ার ৫ এবং ৬নং শর্তে উল্লেখ্য রয়েছে, উক্ত দোকান ঘর কাউকে ভাড়া দেওয়া যাবে না বা কারো সাথে অংশিদারিত্ব মূলক ভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
অথচ বাদশা ইমাম আরাফাত উক্ত চুক্তি উপেক্ষা করে ভাড়াটিয়া চুক্তি আইনীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ্যভাবে মোঃ আসাদুল ইসলাম নামে একজন নওগাঁর বাসিন্দাকে ভাড়া দেন। সে ব্যক্তি দোকানের মালিক মোহাম্মদ আলী চৌধুরী কে কোনো প্রকার অবগত না করে “নেক্সাস” নামে একটি গার্মেন্টন্স দোকান অবৈধ্যভাবে পরিচালনা করে আসছেন।
দোকানের মালিক মোহাম্মদ আলী চৌধুরী বেশ কয়েকবার শালিস বৈঠক ও আলোচনা করেও অবৈধ সাব ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারেন নাই। তাই তিনি আইনের সহযোগিতা নিলে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. মোঃ তাজরুল ইসলাম একাধিকবার লিগ্যাল নোটিশ মোঃ আসাদুল ইসলামকে প্রদান করেন। গত ২০ সেপ্টেম্বর আবারও ১৫ দিনের সময় দিয়ে উকিল নোটিশ প্রদান করেছেন যার মেয়াদ ৫ অক্টোবর সমাপ্ত হবে। ১৫ দিন অতিবাহিত হলে অবৈধ ভাড়াটিয়া দোকানঘর না ছেড়ে দিলে প্রকৃত মালিক মোহাম্মদ আলী চৌধুরী উক্ত দোকান ঘরটি নিজ দখলে নিবেন বলেন তিনি জানান।
এব্যাপারে ভাড়াটিয়ার শো-রুমে একাধিকবার গিয়ে আসাদুল ইসলামকে তারা প্রতিষ্ঠানে পাওয়া যায়নি।





