আন্তর্জাতিক রিপোর্ট : ছাত্র জীবনে আমাদের কম -বেশি সবাই এইম এন লাইফ রচনায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা লিখি। কিন্ত বাস্তবের কঠিন কষাঘাতে সবার পক্ষে তা হয়ে উঠে না । জেনারেল এডুকেশনে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে গুটিকতক সরকারি চাকরি নামক সোনার হরিণের দেখা পেলেও বাকীরা কোন কোম্পানির ঘানি টানতে টানতেই জীবন পার করতে হয়। যারা তাদের ছেলে-মেযেকে এম,বি,বি,এস ডাক্তার বানাতে চেয়েও কোন কারনবশতঃ তা করাতে পারেননি তারা তাদের ছেলে-মেয়েকে (যদি ইচ্ছা করেন) খুব সহজেই ডিপ্লোমা চিকিৎসক হবার স্বপ্ন পূরণ করতে পারেন।
ঢাকার মিরপুর এলাকায় দক্ষ ডিপ্লোমা ডাক্তার হবার স্বপ্ন পূরণে সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত এবং বিএমডিসি নিবন্ধিত দক্ষ চিকিৎসক গঠনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ” ট্রমা আইএমটি এ্যান্ড ম্যাটস”। ‘দক্ষ ও আদর্শবান মেডিক্যাল অ্যাসিসটেন্ট ও টেকনোলজিস্ট গড়ার লক্ষ্যে’ ২০০৭ সালে প্রথম যাত্রা শুরু করে বাংলাদেশের ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষায় সাফল্য অর্জন করা বেসরকারি প্রতিষ্ঠান ট্রমা আইএমটি এ্যান্ড ম্যাটস। প্রতিষ্ঠানটি উন্নত শিক্ষার পাশাপাশি শিক্ষা পরিপূরক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে আসছে। আপনারা আপনাদের ছেলে-মেয়েকে ম্যাটস কোর্সে ভর্তি করাতে যোগাযোগ করতে পারেন ।
মোবাইলঃ ০১৯২১৮৮৪৫৯৫, E-mail: admissionmats@yahoo.com
সা/ত/ল/ন