Torres-lg20141226165913

বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেতনের এক প্রস্তাব পেয়েছেন ফার্নান্দো তোরেস। তার প্রতিনিধি হোসে এন্থনিও এ কথা জানিয়েছেন। বর্তমানে লা লীগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ধারের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন এসি মিলানের এই স্প্যানিশ তারকা। তবে ২০১৫-১৬ মৌসুমের শেষভাগে ওই চুক্তির মেয়াদ শেষ হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচ থেকে দুটি মাত্র গোল আদায় করতে সক্ষম হয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। তবে ১৬ ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলার সুযোগ পান তিনি। ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য একজন প্রতিনিধি অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে সময় নির্ধারণ করেছেন। দি সানকে ওই প্রতিনিধি বলেন, ‘বিষয়টি নিয়ে তোরেস ও সিমিওনে একান্তে বৈঠক করবেন। মাদ্রিদের সমর্থকরা টরেসকে অনিয়মিত দেখতে চাননা। তার কাছে এমন প্রস্তাব রয়েছে, যা গ্রহণ করলে তিনি হবেন বিশ্বের সর্বাধিক বেতনধারী ফুটবলার। তবে সেটি কোন বিষয় নয়, সবকিছু নির্ভর করছে ক্লাবের আগ্রহের ওপর।’

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে